বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হ'ল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রধান সরকারী খাত।
বিআরডিবি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ২০২১ সালের উন্নয়নের লক্ষ্য অনুসারে মধ্যম আয়ের লক্ষ্যে আমাদের দেশের জনগণের জন্য পল্লী উন্নয়নের জন্য সরকার গৃহীত নীতি বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য নিরলসভাবে নিয়োজিত রয়েছে।
পল্লী উন্নয়ন সংক্রান্ত তথ্য
১। মোট সমিতি/দল-ক্রমপুঞ্জিত : ৪২৫টি
২। মোট সদস্য সংখ্যা-ক্রমপুঞ্জিত : ১৫০৩৩ জন
৩। মোট সঞ্চয় আদায়-ক্রমপুঞ্জিত : ২১৪.৫০ লক্ষ টাকা
৪। মোট শেয়ার আদায়-ক্রমপুঞ্জিত : ৫.৩২ লক্ষ টাকা
৫। মোট ঋণ তহবিল প্রাপ্তি-ক্রমপুঞ্জিত : ৪৪০.৬৮ লক্ষ টাকা
৬। মোট ঋণ বিতরন-ক্রমপুঞ্জিত : ৭১৫৫.০৬ লক্ষ টাকা
৭। মোট ঋণ আদায়-ক্রমপুঞ্জিত : ৬৬৭৬.১৮ লক্ষ টাকা
৮। মোট মাঠে পাওনা-ক্রমপুঞ্জিত : ৪৭৮.৮৮ লক্ষ টাকা
৯। মোট প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য সংখ্যা-ক্রমপুঞ্জিত: ২০১২৯ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস